দুঃস্বপ্নের এক দিন
৫৮ শুধুই একটি সংখ্যা নয়। নিদারুণ স্বপ্নভঙ্গের একটা গল্প লেখা এতে। দুঃখ আছে, হতাশা আছে, একটু লজ্জাও বোধ হয় মিশে আছে এই ৫৮-তে। বিশ্বকাপের আলোয় ঝলমলে বাংলাদেশে একটু আঁধারও নামিয়ে এনেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ৫৮। মিরপুর স্টেডিয়ামে অবিশ্বাস্য এই ম্যাচ যৌথ স্বাগতিকদের সেমিফাইনাল খেলার স্বপ্ন বিবর্ণ করে দিয়ে শেষ পর্যন্ত মুছে দেওয়াতেও রেখেছিল বড় ভূমিকা।