বিশ্ব কাঁপিয়ে বাংলাদেশের জয়
রানার মুখে সব সময় হাসি থাকত। ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে বাংলাদেশ যা করেছে, তাতে সেই হাসিটা আরও চওড়া হওয়ার কথা। শুধু আমরা তা দেখতে পাচ্ছি না। কেউই পাচ্ছে না, কে বলল! রানার মুখে হাসি ফোটানোর প্রতিজ্ঞা নিয়েই তো মাঠে নেমেছিল বাংলাদেশ। সেই প্রতিজ্ঞা পূরণ করেই বিশ্বকাপকে কাঁপিয়ে দিয়েছিল বাংলাদেশ।